পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে বেআইনি বিয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। রাওয়ালপিন্ডির একটি বিচারিক আদালত গতকাল মঙ্গলবার ইমরান খান ও তাঁর স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত ইসলামি আইন ‘ইদ্দত’ পালন বিষয়ক অভিযোগে অভিযুক্ত করেছেন।
ইসলামি শরিয়া আইন অনুসারে স্ত্রীর তালাক হলে বা তাঁর স্বামীর মৃত্যু হলে যে নির্দিষ্ট সময়ের জন্য স্ত্রীকে এক বাড়িতে থাকতে হয়, অন্য কোথাও যেতে পারে না বা অন্য কোথাও বিয়ে করতে পারেন না সেই সময়টুকুকে ‘ইদ্দত’ বলা হয়। গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ ব্যবস্থায় কারাবন্দী ইমরান খানকে উপস্থিত রেখে এই মামলার অভিযোগ গঠন করেন বিচারক। তবে স্বাস্থ্যগত কারণে বুশরা বিবি উপস্থিত ছিলেন না।