‘অভিনয়ের জন্য অভিনেতাকে শিশুর মতো হয়ে যেতে হয়’

আজকের পত্রিকা প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬

‘মহানগর’ সিরিজের ওসি হারুন চরিত্রের মতো করে ‘হুব্বা’ দেখার দুইটা কারণ বলুন
দুইটা কারণে হুব্বা দেখবেন। এক, হুব্বা বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আর দুই, হুব্বায় মোশাররফ করিম অ্যাকটিং করেছে।


আপনি সাধারণত নিজের অভিনীত কোনো কাজ দেখেন না। হুব্বা দেখেছেন?
ডাবিংয়ের সময় দেখেছি। পোস্টপ্রোডাকশনের পরে আর দেখিনি। এখন পর্যন্ত আমার করা কোনো কাজ—সেটা নাটক হোক বা সিনেমা—আমি ওইভাবে বলতে পছন্দ করি না যে এটা অসাধারণ হয়েছে বা এ রকম কিছু। আমার সন্তুষ্টির যে জায়গাটা, ডাবিংয়ে যতটুকু দেখলাম, তাতে আমি খুশি। আমার প্রডিউসার ও ডিরেক্টর ভীষণ উচ্ছ্বসিত। ‘মহানগর’ ওয়েব সিরিজে দর্শকেরা আমাকে গ্রহণ করেছে, ভীষণ খুশি হয়েছে। ‘মোবারকনামা’য় খুশি হলো। আমার ধারণা, হুব্বা দেখে তারা আরও খুশি হবে।


হুব্বায় আপনি এক কুখ্যাত গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি সম্পর্কে বলুন। 
আমি আসলে খুবই থ্রিলড ছিলাম চরিত্রটি নিয়ে। ভয়েও ছিলাম, এ চরিত্রকে কীভাবে টেনে নিয়ে যাব; এর যে মনস্তত্ত্ব, সেটাকে কীভাবে আনব, সেটা ভেবে। অসাধারণ একটি চরিত্র। অনেক স্তর এ চরিত্রে। আমরা সবাই কিন্তু তাই-ই। এখন আমি যেভাবে কথা বলছি, এই একই মানুষ যখন আমার স্ত্রীর সঙ্গে কথা বলব, সেটা কিন্তু একটু অন্যভাবে বলব। আবার মায়ের সঙ্গে আরেকভাবে, বাচ্চার সঙ্গে আরেকভাবে। সুতরাং মানুষ কিন্তু দৈনন্দিন জীবনে অনেক স্তরে অ্যাকটিং করে। সেটা তো আছেই। সব মিলিয়ে এটা দুরূহ একটা চরিত্র ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us