কয়েকটি রসিক সংস্থার প্রতিনিধি কবরস্থানে গিয়ে সবিনয়ে কবরবাসীদের আহ্বান জানিয়েছেন তারা যেন সরকার, নির্বাচন কমিশন এবং নিজ নিজ পরিবারের সদস্যকে বিব্রতকর অবস্থায় ফেলতে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে না যান। জীবিত হোন কি মৃত, ভোটার লিস্টে নাম থাকলে সশরীরেই হোক কি গায়েবি পদ্ধতিতেই হোক পোলিং বুথে ঢু মারার বাধ্যবাধকতা কোনো কোনো দেশে থাকলেও বাংলাদেশে তা নেই।
এই সুযোগ নিয়ে আলস্যবশত জীবিত ও প্রয়াত ভোটারদের কেউ কেউ শুয়েই থাকেন, ভরসা করেন কেউ না কেউ তো তার হয়ে পবিত্র আমানতটি কাজে লাগাবেন। প্রয়াত হলেও একসময় তো তাদের সবাই অস্তিত্ববান ছিলেন। জীবিতও নন, মৃতও নন এমন ভোটারের সন্ধানও রয়েছে। ২০১৪-তে এক বিস্তৃত অনুসন্ধানে যুক্তরাষ্ট্র এমন ৩১ জন অস্তিত্বহীন ভোটারের সন্ধান পেয়েছে। এলিয়েন ভোটার থাকাটা অস্বাভাবিক নয়, এটা মেনে নিলেই হয়।