জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবমতে চালের বৈশ্বিক দাম পৌঁছেছে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চে। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মোতাবেক দেশের প্রায় প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ মানুষ মাঝারি ধরনের খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সরকারপ্রধান মার্চে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখছেন। এমন অবস্থা মোকাবিলায় আমাদের প্রধানত জোর দিতে হবে আসন্ন মৌসুমে বোরো ফসলের সর্বোচ্চ পরিমাণ উৎপাদন নিশ্চিতকরণে। এজন্য কী করণীয় তা আলোচনা করাই এ নিবন্ধের উদ্দেশ্য।