‘ডামি সংসদ’ বাতিল করতে হবে: আ স ম রব

আজকের পত্রিকা প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫৭

স্বাধীনতাসংগ্রামের অন্যতম সংগঠক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘৯০ শতাংশের বেশি মানুষ নির্বাচন বর্জন করায় ‘‘ডামি নির্বাচনে’’ ‘‘ডামি সংসদ’’ এবং ‘‘ডামি সরকার’’ গঠিত হয়েছে। সুতরাং জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে অবিলম্বে ডামি সংসদ বাতিল করতে হবে এবং তার সঙ্গে ডামি সরকারকেও পদত্যাগ করতে হবে।’ 


আজ জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দলীয় সভাপতির উত্তরার বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আরও বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, অ্যাডভোকেট কে এম জাবের প্রমুখ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us