ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের সূচি চূড়ান্ত করেছে পিসিবি। ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ছয় দলের এই প্রতিযোগিতা চলবে ১৮ মার্চ পর্যন্ত। সর্বশেষ আসরসহ দুই বারের চ্যাম্পিয়ন শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে আসন্ন প্রতিযোগিতার উদ্বোধন হবে। যেখানে তাদের প্রতিপক্ষ শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেড, তারাও ২০১৬ এবং ২০১৮ আসরে চ্যাম্পিয়ন।
পাকিস্তানের চারটি শহরে হবে এবারের পিএসএল আসর— করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডি। সর্বমোট ৩৪ ম্যাচের টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১১ ম্যাচের আয়োজন করবে করাচি— যেখানে কোয়ালিফায়ার রাউন্ড, দুটি এলিমিনেটর ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে ৯টি করে ম্যাচ। এছাড়া মুলতানের মাঠে গড়াবে ৫ ম্যাচ।