বিশ্বের সবচেয়ে দামী কোম্পানি হিসেবে সম্প্রতি কিছু সময়ের জন্য অ্যাপলের জায়গা দখল করে নিয়েছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
এমন ঘটনা শেষ ঘটেছিল ২০২১ সালে। তবে, নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার দিন শেষে অ্যাপলের শীর্ষস্থান হারানোর পেছনে কারণ শেয়ারমূল্য পড়তির মধ্যেই বছর শুরু করা ও চীনের বাজারে আইফোনের চাহিদায় ৩০ শতাংশ পতনের মতো বিষয় ছিল।
এর বিপরীতে, গত বছর থেকেই মাইক্রোসফটের শেয়ারমূল্য দ্রুত গতিতে বাড়তে দেখা গেছে। এর পেছনে কারণ ছিল, চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের জেনারেটিভ এআই প্রযুক্তির ওপর কোম্পানির বড় বিনিয়োগ।