এক সময়ের তুখোড় ও জনপ্রিয় খল অভিনেত্রী জুলেখা বেগমের নিঃসঙ্গ সময় কাটে বস্তির প্রান্তে দুই কক্ষের স্যাঁতস্যাঁতে বাড়িতে, যে বাড়ির খসে পড়া পলেস্তারা, ক্ষত-বিক্ষত দেয়াল, ভাঙা আয়নায় দেখা যায় জুলেখা বেগমের জীবন বাস্তবতা।
যৌবনে চলচ্চিত্রাঙ্গনে প্রচুর চাহিদা থাকলেও ষাটোর্ধ্ব বয়সে দিন কাটছে প্রতি মুহূর্তের অনিশ্চয়তায়, নিঃসঙ্গতায়।
মাঝেমধ্যে দু-একটা দৃশ্যে অভিনয়ের ডাক আসে। এসব ছোটখাটো চরিত্রে অভিনয় করে যে টাকা পান তা দিয়েই টেনেটুনে চলে তার সংসার।