ফার্নান্দো দিনিজ বরখাস্ত হওয়ার পর দরিভাল জুনিয়রের ব্রাজিলের কোচ হওয়া অনেকটাই নিশ্চিত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে আনুষ্ঠানিকভাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হলেন দরিভাল। এসেই যেন বোঝাতে চাইলেন যে দলটা শুধু কোচের নামেই পরিচিতি পাবে না।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে গতকাল দরিভালের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্বে থাকছেন দরিভাল। ফুটবলে সাধারণত কোচ দিয়ে দলকে পরিচয় করানো হয় যেমন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা, তিতের ব্রাজিল, ফার্নান্দো দিনিজের ব্রাজিল এরকম। এখানেই যেন একটু ‘ব্যতিক্রম’ দরিভাল। সংবাদ সম্মেলনে গতকাল ব্রাজিলের নতুন কোচ বলেন, ‘ব্রাজিলের ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যেই কথা বলতে এসেছি। তারা যেন দলের ওপর বেশি বিশ্বাস রাখতে পারে। এখন থেকে এটা দরিভালের দল নয়, ব্রাজিলের সাধারণ মানুষের দল।’