শিশুদের যৌন নিপীড়নের পেছনে এখন সবচেয়ে বড় অপরাধী শিশুরাই। মামলার পরিসংখ্যান অনুসারে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ। তাদের মতে, মোবাইল ফোনে সহিংস পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ায় মেয়েশিশুদের ওপর আক্রমণের প্রবণতা বাড়ছে ছেলেশিশুদের। পুলিশের তথ্যমতে, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের সংখ্যা চার গুণ বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য পুলিশের তথ্যমতে, ইংল্যান্ড ও ওয়েলসে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্তদের ৫২ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের (এনপিসিসি) প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের বিরুদ্ধে প্রাপ্তবয়স্কদের দ্বারা সংঘটিত অপরাধ সাধারণত আরও গুরুতর। তবে ১৭ বছর বা তার কম বয়সীদের দ্বারা যৌন অপরাধ বৃদ্ধির কারণে তারা উদ্বিগ্ন।