যার বাসায় অন্তত একটা আদরে পালা প্রাণী আছে, সেই একমাত্র জানেন এর জন্য ঠিক কতটা মায়া এবং ভালোবাসা দিনে দিনে গড়ে ওঠে। এদের ছেড়ে কোথাও বেড়াতে যাওয়াও খুব মর্মান্তিক মনে হয়।
অথচ সাথে করে নিয়ে যেতে পারলে সেই শান্তির আবার কোনো তুলনা বা বর্ননা করা যায় না।
নিজের পোষা প্রাণীকে দেশের বাইরে নিয়ে যেতে চাইলে খরচ এবং নানার প্রতিকূল অবস্থার কথা চিন্তা অনেকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন। অথচ কিছু নিয়ম মেনে এবং পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই সেই ভালোবাসার প্রাণীকে যে কোনো দেশেই সাথে করে নিয়ে যাওয়া যায়।