টানা দ্বিতীয় বছরে পরিচালন মুনাফা করেছে শীর্ষস্থানীয় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। ২০২২-২৩ অর্থবছরে মুনাফা হয়েছে ১৩ কোটি টাকা।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন এ তথ্য জানিয়ে বলেছে, এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা পরিচালন মুনাফা করছিল কোম্পানিটি। আর অবচয় ব্যয় ছাড়া গত পাঁচ বছর ধরে টানা পরিচালন মুনাফায় রয়েছে সুপারশপটি।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “পর পর পরিচালন মুনাফা করা আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য ঘটনা। আমরা আশাবাদী সামনে অর্থবছরেও পরিচালন পর্যায়ে মুনাফা আরও বেশি করব। সাধারণত সুপারমার্কেটের ব্যবসায় মুনাফা দেখা পেতে বেশ সময় লাগে।