প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না। জেডন স্যানচো নতুন বছরে দলছুট হওয়ার পথে; এরই মধ্যে ডনি ফন ডি বিক ধারে চলে গেছেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে- সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে নানামুখী সংকটে। দুঃসময় কাটিয়ে উঠতে নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখার বিকল্প দেখছেন না দলটির কোচ এরিক টেন হাগ।
লিগ টেবিলে বর্তমানে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে তারা।
সম্প্রতি ইংলিশ গণমাধ্যমে খবর বেরিয়েছে, স্যানচো ধারে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পথে। ২০২১ সালে সাড়ে আট কোটি ইউরোয় বরুশিয়া থেকে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছিল ইউনাইটেড। কিন্তু ২৩ বছর বয়সী এই উইঙ্গার সেরা একাদশে থিতু হতে পারেননি। পরে কোচের সঙ্গেও ঝামেলা তৈরি হয় তার।