এফএ কাপ একরকম রাজত্বই করে থাকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। তাদের ঝুলিতে আছে টুর্নামেন্টটির রেকর্ড ১৪টি শিরোপা। তবে চলতি আসরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল গানাররা। সেই পুরনো জুজু, লিভারপুল। তাদের সঙ্গে শেষ দুই দেখায় ড্র করেছিল আর্সেনাল। এবার দেখতে হলো হারের মুখ।
শুরুতে আক্রমণের বন্যা বইয়ে শেষ ১০ মিনিটে মরুর উল্টো পিঠ দেখে মিকেল আর্তেতার শিষ্যরা। এতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে অল রেডদের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। সবশেষ ২০১৯-২০ মৌসুমে এফএ কাপের শিরোপা জিতেছিল দলটি। তবে এরপর থেকেই পেরোতে পারেনি চতুর্থ রাউন্ডের গণ্ডি, এবার বিদায় নিল আরও এক পর্ব আগেই।