এশিয়ায় ডিসেম্বরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি রেকর্ড সর্বোচ্চে বেড়েছে। আমদানি বাড়া সত্ত্বেও স্পট মার্কেটে জ্বালানিটির দাম নিম্নমুখী। অন্যদিকে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি সর্বকালের সর্বোচ্চে উঠেছে। শীর্ষস্থানীয় রফতানিকারক এ দেশ দুটি থেকে সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দামে নিম্নমুখী প্রভাব পড়েছে। খবর রয়টার্স।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ডিসেম্বরে এলএনজি আমদানিতে শীর্ষে ছিল এশিয়া। মাসটিতে এশিয়া দেশগুলোর আমদানি পরিমাণ ছিল ২ কোটি ৬৬ লাখ ১০ হাজার টন, যা আগের মাস নভেম্বরের ২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টনের চেয়ে বেশি। এর আগে সর্বোচ্চ আমদানির রেকর্ড ছিল ২০২২ সালের জানুয়ারির ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার টন। ২০২৩ সালের ডিসেম্বরে সে রেকর্ডও ছাড়িয়ে গেছে।