আরামদায়ক, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী যোগাযোগের সেবা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের আস্থাভাজন রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে উবার। যার ফলে শহর জুড়ে চলাচল এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠেছে।
তবে অনেক সময় উবারের ভাড়া বেশি আসে। বিশেষ করে রাতের বেলায় ভাড়া তুলনামূলক অনেকটাই বেড়ে যায়। এবার সেসব সমস্যার ইতি ঘটতে চলেছে। আপনি রাইড শেয়ারিংয়ে কত খরচ করতে চান, তা এবার নিজেই ঠিক করে নিতে পারবেন।