গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় বাবা-মেয়ের চরিত্রে সুব্রত-দীঘি

বণিক বার্তা প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৩

দিনক্ষণ নির্দিষ্ট না হলেও চলতি বছরের প্রথমভাগেই মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমাটি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ নির্মাতা। এর মাঝেই নতুন পরিকল্পনার খবর দিলেন তিনি। বর্তমানে অনেক নির্মাতা ওটিটি প্লাটফর্মে কাজ করলেও ‘‌মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম এখনো সেখানে অনুপস্থিত। তবে তিনি দুটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এবার ওটিটি প্লাটফর্মের জন্য স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিরিজটির নাম ‘গাঁইয়া’।


ওয়েব ফিল্মটিতে নায়িকা হিসেবে দেখা মিলবে প্রার্থনা ফারদিন দীঘির। ওটিটি প্লাটফর্ম বঙ্গর নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজ। এতে প্রেমের গল্প নিয়ে বেশ কয়েকটি শর্টফিল্ম নির্মাণ করছেন গুণী নির্মাতারা। যার একটি নির্মাণ করেন সেলিম। সম্প্রতি বঙ্গর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন দীঘি ও সেলিম। শিগগির শর্টফিল্মটির শুটিং পর্ব শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই শুটিং শুরুর পরিকল্পনা করছেন তারা। এ প্রসঙ্গে জানতে চাইলে গিয়াস উদ্দিন সেলিম জানান, ‘‌ভিন্নধারার একটা কাজ হতে যাচ্ছে। আমরা শিগগির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us