হবিগঞ্জ শহরে শনিবার রাত নয়টার পর থেকে কয়েকটি ভোটকেন্দ্রসহ বেশ কটি এলাকায় একযোগে ককটেল বিস্ফোরিত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি করতে থাকেন। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, ভোটকেন্দ্রকে উদ্দেশ করে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর মোড়ে একদল তরুণ জড়ো হয়। তারা প্রথমেই শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর শহরের জে কে অ্যান্ড হাইস্কুল ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ ঘটায় তরুণেরা। এরপর একযোগে হবিগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া ইনাতাবাদ এলাকার প্রবেশপথে রাত নয়টার দিকে একটি মুদিদোকানে আগুন দিয়েছে কে বা কারা। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।