আজকাল অনেক পণ্যেরই পুনর্ব্যবহার (রিসাইকেল) বাড়ছে। তাই বলে খ্রিষ্টীয় নতুন বছরে পুরোনো সালের ক্যালেন্ডার বা দিনপঞ্জি পুনর্ব্যবহারের কথা কে কবে শুনেছে? বিষয়টি কৌতূহলোদ্দীপক হলেও সত্য।
বলা হচ্ছে, ১৯৯৬ সালের সঙ্গে ২০২৪ সালের অনেক মিল রয়েছে। দুটি বছরেরই প্রথম দিন শুরু হয়েছে সোমবার দিয়ে। আর দুটি বছর লিপ ইয়ার বা অধিবর্ষ। এ কারণে ১৯৯৬ সালের ক্যালেন্ডার চলতি বছরেও ব্যবহার করা যাবে।
ইন্টারনেটের কল্যাণে বিষয়টি এরই মধ্যে অনেকেরই নজরে এসেছে। নব্বইয়ের দশকের স্মৃতিকাতর অনেকেই প্রায় তিন দশকের পুরোনো ক্যালেন্ডারের সংগ্রহের চেষ্টা করছেন।