যারা বাড়িতে পশু পালন করেন তাদের জন্য একটা বড় শিক্ষা হয়ে এলো সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। সাড়ে চার লাখ টাকা চিবিয়ে খেয়ে ফেলেছে পোষা কুকুর! ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।
জানা গেছে, এক দম্পতির সামনেই পোষা কুকুর তাদের চার হাজার ডলার (সাড়ে চার লাখ টাকা) চিবিয়ে ফেলে। তখন তারা অসহায়ভাবে দাঁড়িয়ে ঘটনা দেখা ছাড়া কিছু করতে পারেননি।
৩৩ বছর বয়সী কেরি লো নামে এক নারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের কুকুর কিচেন কাউন্টারে রাখা টাকার উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। পরে টাকাগুলো চিবোতে শুরু করে।