বিগত বছর উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে বৈশ্বিক প্রযুক্তি খাত। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে চীনের বাজার। ২০২৪ সালে দেশটিতে কম্পিউটার বিক্রি বছরওয়ারি হিসাবে ৩ দশমিক ৮ শতাংশ বাড়বে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) বরাতে গিজমোচায়নায় প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে।
আইডিসির ভাষ্যমতে চীনে কম্পিউটারের বিক্রি বেড়েছে দুটি কারণে। প্রথমত এআইনির্ভর কম্পিউটারের চাহিদা বাড়ছে। অন্যদিকে মহামারী-পরবর্তী খরচের বিষয়ে সতর্ক থাকা ব্যবহারকারীরাও নতুন ডিভাইস ক্রয়ে ঝুঁকছেন। এর মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি খাত সংকটাবস্থা থেকে বেরিয়ে আসছে।