আরব আমিরাতের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ১৮ বছর বয়সী সুচেতা সতীশ একক কনসার্টে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুবাইয়ে জাতিসংঘের আয়োজনে এক সম্মেলনে ৯ ঘণ্টা ধরে ১৪০টি ভাষায় গান গেয়ে শোনান তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘কনসার্ট ফর ক্লাইমেট’ নামের এই আয়োজনে রেকর্ড গড়ার আগে ২০২১ সালে দুবাইয়েই ৭ ঘণ্টা ২০ মিনিটে ১২০ ভাষায় গান গেয়ে রেকর্ড গড়েছিলেন। এবার নিজের সেই রেকর্ড যেমন ভেঙেছেন, তেমনি ভারতের পুনের গায়িকা মঞ্জুশ্রী ওকের ১২১টি ভাষায় গান গাওয়ার রেকর্ডও টপকে গেছেন।