মাগুরায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে: আইজিপি

প্রথম আলো প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে তার ফলাফল ভালো হবে না বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


আজ শুক্রবার দুপুরে নির্বাচনের নিরাপত্তাসংক্রান্ত ব্রিফিংয়ে আইজিপি এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ব্রিফিং অনুষ্ঠিত হয়।


এবারের নির্বাচনে একটি গোষ্ঠী নাশকতার পরিকল্পনা করেছে বলেও মন্তব্য করেন আইজিপি। মাগুরায় ছাত্রদলের একজন নেতাকে গ্রেপ্তারের পর সহিংসতা ও নাশকতার পরিকল্পনার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। বিভিন্ন সূত্র থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমরা দেখেছি, তারা একটা পরিকল্পনা করেছিল, বিকট আওয়াজ করে ককটেল চার্জ করে মানুষের মনে ভীতি সঞ্চার করবে। আমি আশা করি, এ ধরনের ভীতির সঞ্চার কেউ করতে পারবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us