হৃৎপিণ্ড বৈকল্য বা হার্ট ফেইলিওর হওয়া মানে আপনার হৃদ্যন্ত্র ঠিকঠাক কাজ করছে না। এটি কোনো রোগ নয়; বরং নানা ধরনের হৃদ্রোগের উপসর্গ। তাই এটা ধরা পড়লে আগে কারণ খুঁজে বের করা দরকার।
হৃৎপিণ্ডের মূল কাজ হলো সারা শরীরে রক্ত পাম্প বা সঞ্চালন করা। প্রতিমুহূর্তে অঙ্গটি শরীরে জালের মতো বিস্তৃত রক্তনালিতে রক্ত সরবরাহ করে থাকে। এই সরবরাহক্ষমতা কোনো কারণে কমে গেলে হার্ট ফেইলিওর হয়। এটি সাধারণত দুই রকম—হঠাৎ করে, কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে হৃৎপিণ্ডে বৈকল্য দেখা গেলে বা হৃৎপিণ্ডের সঞ্চালনক্ষমতা কমে গেলে তাকে বলে অ্যাকিউট বা আকস্মিক হার্ট ফেইলিওর। এই সময়ের মধ্যে রোগীর হঠাৎ খুব শ্বাসকষ্ট হতে থাকে। অন্যদিকে দীর্ঘদিন বা কয়েক মাস বা বছরব্যাপী ঘটে ক্রনিক বা দীর্ঘমেয়াদি হার্ট ফেইলিওর। দীর্ঘদিন ধরে রোগী শ্বাসকষ্টে ভোগেন, দিন দিন বাড়ে এর তীব্রতা।