জাপানে নতুন বছরের প্রথমদিনে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। বিভিন্ন বিচ্ছিন্ন এলাকায় ও ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়া জীবিতদের খোঁজে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তল্লাশি চালাচ্ছেন কয়েক হাজার উদ্ধারকারী।
সোমবার স্থানীয় সময় বিকালে জাপানের মধ্যাঞ্চলীয় নোতো উপদ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাস্তা ও অবকাঠামো ভেঙে পড়ায় প্রত্যন্ত অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মূল ভূমিকম্পের পর থেকে নোতো উপদ্বীপে এ পর্যন্ত প্রায় ৬০০টি পরাঘাত হয়েছে। এতে অবকাঠামোগুলো আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এমন শঙ্কা বেড়েছে। বিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহে বিঘ্ন ঘটছে।