ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার তুরস্ক সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তার আঙ্কারা সফরের কথা ছিল। তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ।
তুরস্কের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে দুটি সন্ত্রাসী হামলার পর তার সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট রাইসি। ওই হামলায় শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।