নতুন বছরের শুরুতেই ক্রিকেটের নিয়মে দুটি বদল আনার ঘোষণা দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ সংশোধনীতে স্টাম্পিং আউট ও কনকাশন (মাথায় আঘাত) বদলির ক্ষেত্রে নতুন নিয়ম চালুর বিষয়টি জানানো হয়েছে।
প্লেয়িং কন্ডিশনে নতুন নিয়ম অনুযায়ী, মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে স্টাম্পিং আউটের আবেদন পাঠানোর পর ব্যাটসম্যান কট বিহাইন্ড হয়েছেন কি না, সেটা তিনি (তৃতীয় আম্পায়ার) দেখতে পারবেন না। সাধারণত স্টাম্পিংয়ের আবেদনে সন্দেহ না জাগলে লেগ আম্পায়ারই সিদ্ধান্তটা জানিয়ে দেন। তবে নিশ্চিত না হলে মাঠের আম্পায়ার তৃতীয় (টিভি) আম্পায়ারের সহায়তা নেন। টিভি আম্পায়ার স্টাম্পিং আউটের আবেদন যাচাইয়ের সময় ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে বল উইকেটকিপারের হাতে জমা পড়েছে কি না, সেটাও দেখে নেন।
কিন্তু এখন থেকে স্টাম্পিংয়ের আবেদনের ক্ষেত্রে শুধু এই আউট নিয়েই সিদ্ধান্ত জানাতে পারবেন টিভি আম্পায়ার। অর্থাৎ, স্টাম্পিংয়ের আবেদন হলে শুধু সাইড অন রিপ্লে দেখা হবে। যেখানে ব্যাটসম্যানের ব্যাট বা শরীরের কোনো অংশ বেল ফেলার সময় ক্রিজের ভেতর ছিল কি না, সেটা যাচাই করা হবে।