৫৬ বছরে এবারই প্রথম, অবাক হলেন নির্মাতা

সমকাল প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:২৪

চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ৮৮টি চলচ্চিত্র পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। যা বাংলাদেশি চলচ্চিত্রে কোনো একক পরিচালকের সর্বাধিক চলচ্চিত্র পরিচালনা এবং সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন।  


বাংলাদেশের ছবির ‘টাইটেলে’ সর্বোচ্চ পদবী ব্যাবহারের ইতিহাস রয়েছে তাঁর। কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র সম্পাদক, সংগীত পরিচালক সহ আরও কয়েক শাখায় কাজ করেছেন তিনি।


অথচ যে ঝন্টু সিনেমা নিয়ে এফডিসিতেই বেশি সময় কাটিয়ে দিয়েছেন সেই তিনি বিশেষ দিনে জানালেন এফডিসিতে কখনও জন্মদিনের কেক কাটা হয়নি তার। কেউ উদযাপনের আগ্রহও দেখাননি। 


গতকাল ছিল এই পরিচালকের জন্মদিন। বিশেষ এই দিনটি চিরচেনা এফডিসিতে রাঙিয়ে দিল ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার টিম। কেক কেটে, তাকে নিয়ে হইহুল্লোড় করেই কাটল দিনটি।  এ সময় দেলোয়ার জাহান ঝন্টু বললেন, ৫৬ বছর পর প্রথম এফডিসিতে জন্মদিন পালন করলাম। খুবই আনন্দ লাগছে। খুশি হয়েছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us