গেল বছরের শেষ মাস ডিসেম্বরেও রপ্তানি আয় কমেছে। ডিসেম্বরে রপ্তানি হয়েছে ৫৩১ কোটি ডলারের পণ্য। এর আগের বছরের ডিসেম্বরে ৫৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এ নিয়ে টানা তিন মাস রপ্তানি আয় কমলো। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রপ্তানির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
রপ্তানি কমে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে মনে করেন কোনো কোনো উদ্যোক্তা। পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হান্নান গ্রুপের চেয়ারম্যান এবিএম শামছুদ্দিন সমকালকে বলেন, গত তিন মাসের মতো রপ্তানিতে নেতিবাচক ধারা আগামী মাসগুলোতেও অব্যাহত থাকতে পারে। এপ্রিলের আগে রপ্তনি বৃদ্ধির সুযোগ নেই। কারণ হিসেবে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির মন্থর গতির কথা উল্লেখ করেন তিনি। তাঁর মতে, পোশাকের চাহিদা কমেছে এসব দেশে। তিনি তাঁর নিজের কারখানার রপ্তানি গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে কমার আশঙ্কা করছেন।