জাপানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ছাড়া জাপানের নতো অঞ্চলে সংঘটিত এই ভূমিকম্পে গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।
স্থানীয় প্রশাসনের বারত দিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে এবং গুরুতর আহত হয়েছে আরও ১৪ জন। নিহতদের অর্ধেকই নতো অঞ্চলের সমুদ্র উপকূলীয় অঞ্চল ওয়াজিমার। মূলত ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।