You have reached your daily news limit

Please log in to continue


এখানে ২০ মিনিটে ভোটের গান তৈরি হয়

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভোটের গান করছে ঢাকার কল্যাণপুরের কমল মিডিয়া। মাত্র ২০ মিনিটে গান তৈরি করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মাসুম রানা বলছেন, প্রার্থী ও প্রতীকের নাম দিলে সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যেই ভোটের গান করছেন তাঁরা।
আগামী ৭ জানুয়ারি নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই ভোটের প্রচারে নেমেছেন প্রার্থীরা। প্রচারের ডামাডোলে শহরের অলিগলি থেকে গ্রাম-মহল্লায় দিনভর বাজছে ভোটের গান। নির্বাচনী ক্যাম্প ছাপিয়ে সামাজিক মাধ্যমেও নির্বাচনী গান ছড়িয়ে পড়েছে।

যুগ যুগ ধরেই ভোটারদের মন গলাতে প্রচারে বাহারি কথার প্যারোডি গানের চল দেখা গেছে। ঢাকার মগবাজার, বিজয়নগর এলাকার বেশ কয়েকটি স্টুডিওতে বেশির ভাগ ভোটের গান রেকর্ড করা হয়। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচনের গান রেকর্ডের জন্য মগবাজারে ভিড় করতেন প্রার্থীরা। ঢাকার বাইরে থেকেও প্রার্থীরা এসে গান নিয়ে যেতেন।

তবে এবার মগবাজার, বিজয়নগরের বাইরে; এমনকি মফস্‌সলেও ভোটের গান রেকর্ডের ধুম পড়েছে। ভোটের গানে পরিচিত শিল্পীদের পাওয়া যায় না, মূলত মৌসুমি শিল্পীরাই জনপ্রিয় গানের সুর নকল করে এসব গানে কণ্ঠ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন