এক বছরের ব্যবধানে আরো প্রায় ১৮৮ কোটি টাকা যোগ হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের লোকসানের খাতায়; ২০২৩ সাল শেষে বিশেষায়িত এ ব্যাংকের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭০০ কোটি টাকায়।
ব্যাংকটি ২০২৩ সালের আয়-ব্যায়ের যে হিসাব তৈরি করেছে, সেখানেই উঠে এসেছে লোকসানের এই চিত্র।
কৃষিভিত্তিক ঋণের জন্য এ ব্যাংক গঠিত হলেও ব্যবসায় বৈচিত্র্য আনতে আর্থিক প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ শুরু করেছে। সেখানে মুনাফা করতে পারলেও সাবির্কভাবে লোকসানের পরিমাণ বছর বছর বাড়ছে।
৫৬১ কোটি টাকার লোকসান নিয়ে ২০২৩ সাল শুরু করেছিল কৃষি ব্যাংক। জুন শেষে তা দ্বিগুণের বেশি বেড়ে হয়েছিল এক হাজার ৭৪৬ কোটি ১৬ লাখ টাকা। ঋণ থেকে আয় এবং পুরনো ঋণ আদায় করতে পারায় বছর শেষে লোকসানের পরিমাণ কমে হয়েছে ৭৪৯ কোটি ৫৯ লাখ টাকা।