এদেশে আয়কর রিটার্ন জমাদানের ক্ষেত্রে কিছু মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হন। সততা বজায় রেখে চলতে গেলে বা কাজ করতে গেলে যেন ভোগান্তির মাত্রা আরও বেড়ে যায়! অথচ যারা নিয়মিত আয়কর দেন, তাদের জন্য বিষয়টা হওয়া উচিত ছিল ভোগান্তিহীন ও সহজ।
আর কেউ পড়ালেখা বা গবেষণার কারণে বিদেশ গেলে তাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া প্রায় অসম্ভব! প্রযুক্তির যুগে এটা ভাবতেই অবাক লাগে।