গোল মিলল শুরুতেই, কিন্তু আধিপত্যের ছড়ি ঘুরিয়ে ফুলহ্যামকে কোণঠাসা করতে পারল না আর্সেনাল। উল্টো পরে তারাই খেই হারাল। দলের এমন পারফরম্যান্সে হতাশা, ক্ষোভ উগরে দিয়েছেন কোচ মিকেল আর্তেতা। ঘুরে দাঁড়াতে দলটির মিডফিল্ডার ডেকলান রাইসও নিজেদের ‘মানসিকতার পরিবর্তনের’ প্রয়োজন দেখছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে হারে আর্সেনাল। টানা দুই হারে ও তিন ম্যাচ জয়শূন্য থেকে লিগ টেবিলে চতুর্থ স্থানে থেকে ২০২৩ সাল শেষ করে ‘গানার’ খ্যাত দলটি।
আর্সেনালের জন্য বছর শেষের গল্পটা ভিন্ন হতে পারত। পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন বুকায়ো সাকা। কিন্তু এরপর সময় যত গড়িয়েছে, তালগোল পাকিয়ে পথ হারিয়েছে আর্সেনাল। হঠাৎ দলের এমন ছন্নছাড়া অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না রাইস।