পিঠের চোটে ভুগছেন বার্সেলোনার ডিফেন্ডার মার্কোস আলোনসো। সেরে উঠতে তাকে যেতে হবে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে। কাতালান ক্লাবটি জানিয়েছে, শিগগিরই অস্ত্রোপচার করানো হবে স্প্যানিশ এই ফুটবলারের।
গত নভেম্বরে শাখতার দেনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগ গ্রুপ পর্বের ম্যাচের পর আর খেলেননি আলোনসো। এরপর থেকে মাঠের বাইরে আছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।