আজ থেকে শুরু হয়েছে নতুন ইংরেজী বছর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২০২৪ সালকে বরণের জন্য শুভেচ্ছা কার্ড প্রকাশ করেছে। সেই কার্ড ফুটবল ফেডারেশনের অধিভুক্ত সংস্থা ও শুভাকাঙ্ক্ষীদের প্রেরণও করা হয়েছে। কার্ডের পেছনে একটি ছবি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে খোদ ফেডারেশনের মধ্যেই।
নববর্ষের কার্ডের পেছনে উদীয়মান ফুটবলার শেখ মোরসালিন দর্শকদের সঙ্গে জাতীয় দলের জার্সিতে আলিঙ্গন করছেন এমন ছবি প্রকাশ করেছে বাফুফে। খেলোয়াড়দের সঙ্গে খেলা চলাকালীন সময়ে দর্শকদের এমন আলিঙ্গন ফিফার ‘লজ অফ দ্য গেম’ এর আইনের পরিপন্থী। এই ঘটনার জন্য মোরসালিন ২১ নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে গোল উদযাপন করে হলুদ কার্ডও দেখেছেন।