পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করা হয়েছে। আজ সোমবার পাকিস্তান আওয়ামী মাহাজ নামে একটি সংগঠনের প্রধান অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ শামসিআলভি লাহোর হাইকোর্টে এই আপিল আবেদন করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানে জাতীয় নির্বাচন বা গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। নির্বাচনে গণপরিষদের ১৩০ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান নওয়াজ শরিফ। এই আসনটি লাহোরের অংশ। এর আগে, পাকিস্তানের নির্বাচন কমিশন নওয়াজের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে।