জাপানের মধ্যাঞ্চলে অতি শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৬ বলে জানানো হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের জাপান সাগরের উপকূল সংলগ্ন এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপান সাগরের উপকূলের কিছু অংশে এক মিটার উঁচু সুনামি আঘাত হেনেছে, আরও উঁচু ঢেউ আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা জাপান সাগরের উপকূলীয় প্রিফেকচার ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামাতে সুনামি সতর্কতা জারি করেছে।
হোকুরিকু ইলেকট্র্রিক পাওয়ার জানিয়েছে, তাদের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কোনো ধরনের অস্বাভাবিকতা ঘটেছে কিনা তা পরীক্ষা করে দেখছে তারা।