ব্যাপক পর্যটকের চাপ কমাতে ইতালির ভেনিস নগরীতে বড় পর্যটক দলের পাশাপাশি লাউড স্পিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কোনও দলে থাকতে পারবেন না ২৫ জনের বেশি পর্যটক।
আগামী জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে নগরীর এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবিসি জানায়, লাউডস্পিকার ব্যবহারের কারণে ‘বিভ্রান্তি ও ঝামেলা’ সৃষ্টি হওয়ার কারণে এটি নিষিদ্ধ করা হচ্ছে।
ইউরোপের যেসব শহরে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় হয় তার মধ্যে ভেনিস অন্যতম। অতিরিক্ত পর্যটকের চাপ কমানো এই নগরীর জন্য জরুরি হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে।
গত সেপ্টেম্বরে এক দিনের জন্য ঘুরতে যাওয়া পর্যটকদের কাছ থেকে পাঁচ ইউরো ফি নেওয়ার সিদ্ধান্ত নেয় ভেনিস কর্তৃপক্ষ।
ভেনিসের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা এলিসাবেত্তা পেসচে বলেন, ঐতিহাসিক এই পর্যটন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের ব্যবস্থাপনা আরও ভাল করাই নতুন নীতিমালার লক্ষ্য।