স্মার্টফোনের মেমোরি খালি করবেন যেভাবে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:০৬

অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে স্মার্টফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। ফলে ফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, ধীরগতিতে কাজ করার পাশাপাশি মাঝে মধ্যেই হ্যাং হয়ে যায়। তবে কিছু কৌশল অবলম্বন করলে ফোনের মেমোরি খালি রাখতে পারবেন সব সময়। 


চলুন আজ ফোনে জায়গা খালি করার কৌশল দেখে নেয়া যাক-


অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন
ডিভাইস স্টোরেজ বৃদ্ধি করতে ডিভাইসে উপস্থিত অব্যবহৃত বা অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করুন।


ক্যাশে ডেটা ক্লিয়ার করুন 
সময়ের সাথে সাথে ডিভাইসে অ্যাপগুলো ক্যাশে ডাটা জমা করে, যা ডিভাইস স্টোরেজের অনেক অংশ দখল করে থাকে। তাই অবিলম্বে ক্যাশে ডাটা ডিলিট করুন। এ জন্য প্রথমে ডিভাইসের সেটিংসে যান, তারপর স্টোরেজ বা স্টোরেজ ম্যানেজমেন্ট বিভাগটি শনাক্ত করুন এবং ক্যাশে ডাটা ক্লিয়ার করুন। এই সহজ পদক্ষেপের মাধ্যমে আপনার ডিভাইসে কয়েক মেগাবাইট এমনকি গিগাবাইট স্টোরেজও খালি হতে পারে।


ক্লাউডে ফটো এবং ভিডিওগুলো স্থানান্তরিত করুন
মিডিয়া ফাইল, বিশেষ করে ফটো এবং ভিডিও, প্রায়ই ডিভাইসের স্টোরেজের একটি বড় অংশ দখল করে থাকে। তাই সেগুলো ডিভাইসে সংরক্ষণ করার পরিবর্তে, মিডিয়া ব্যাক আপ করতে গুগল ফটো বা আইক্লাউডের মতো ক্লাউড পরিষেবাগুলো ব্যবহার করার কথা বিবেচনা করুন৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us