মিয়ানমারের সামরিক জান্তা ও চীনের রাষ্ট্রমালিকানাধীন সিআইটিআইসি রাখাইন রাজ্যে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার কাজ জোরদার করতে একমত হয়েছে। এ লক্ষ্যে দুই পক্ষ আগের চুক্তিতে একটি ধারা যোগ করে তাতে স্বাক্ষর করেছে। গত মঙ্গলবার দেশটির রাজধানী নেপিডোতে এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান হয়।
মিয়ানমারের সামরিক জান্তার কর্মকর্তা ও চীনা দূতাবাসের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মিয়া তুন এবং সরকারি দপ্তর বিষয়কমন্ত্রী অং নাইং। মিয়ানমার বিশেষ অর্থনৈতিক অঞ্চল কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হলেন অং নাইং। সিআইটিআইসির নির্বাহীরাও উপস্থিত ছিলেন।