ঢাকা আবাহনী লিমিটেডের যে কী হলো! সর্বশেষ তিন ম্যাচে জয়ের দেখা নেই। দুই হারের সঙ্গে এক ড্র। ১৫ ডিসেম্বর স্বাধীনতা কাপের সেমিফাইনালে ঢাকায় বসুন্ধরা কিংসের কাছে আবাহনী উড়ে যায় ৪-০ গোলে। ২২ ডিসেম্বর প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে গোপালগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারেনি। ম্যাচ শেষে হয়েছে ১-১ সমতায়।
লিগের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের আশা নিয়ে রাজশাহী গিয়েছিল আকাশি-নীলরা। কিন্তু সেখানেও নেই কোনো সুখবর। বরং হারের তেতো স্বাদ নিয়েই ফিরতে হচ্ছে ঢাকায়। বছরের শেষ ম্যাচে আজ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাগতিক ফর্টিস এফসির মুখোমুখি হয় আবাহনী। কিন্তু ধারেভারে এগিয়ে থাকলেও ম্যাচটি তারা জিততে পারেনি। হেরে গেছে ১-০ ব্যবধানে।