গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। জেনোসাইড কনভেনশনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগটির বিচারিক কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছে আইসিজে। খবর বিবিসির।
তবে ইসরায়েল দাবিগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এই ‘গণহত্যার’ অপবাদ তেল আবিব অত্যন্ত ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে।