ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান শিল-পাটার যুদ্ধে মরিচের অবস্থায় পড়া চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে বলছে, একটি শক্তপোক্ত ২০২৩ সাল কাটানোর মাধ্যমে তারা আবারও ‘ট্র্যাকে ফিরে এসেছে’।
এ বছরে নয় হাজার ৯০০ কোটি ডলার আয় আশা করছে বলে গেল শুক্রবার বলেছে চীনা শহর শেনজেনভিত্তিক এ কোম্পানি। এই আয়ের একটি অংশ আসবে কোম্পানির ইলেকট্রনিক্স ব্যবসায় আশাতীত আয় থেকে। ২০২২ সালে রেকর্ড করা নয় হাজার ২৪০ কোটি ডলার থেকে এক লাফে আয় বেড়েছে ৯ শতাংশ।
তবে, এ আয় ২০১৯ সালে হুয়াওয়ের ১২ হাজার ৩০০ কোটি ডলারের চেয়ে অনেক কম।
“কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর আমরা ঝড়ঝাপ্টা মোকাবেলা করতে পেরেছি। এবং এখন আমরা অনেকটাই ট্র্যাকে ফিরে এসেছি।” – বছরের শেষ বার্তায় কর্মীদের উদ্দেশ্যে বলেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু।