তুমুল বিতর্কের মধ্য দিয়ে সৌদি আরবে তুর্কি কাপের ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়েছে। রিয়াদে শুক্রবার রাতে এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্তানবুলের দুই ক্লাব গালাতাসারাই ও ফেনারবাচের।
তুর্কি সংবাদমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ম্যাচে আগে গা গরমের সময় মুস্তাফা কামাল আতার্তুকের ছবিসংবলিত টি-শার্ট পরতে চেয়েছিল দুই দল। তুরস্কের সংবাদমাধ্যমের দাবি, দুই ক্লাবের এই চাওয়াকে বাতিল করে দেয় সৌদি আরব কর্তৃপক্ষ। সেই টানাপোড়েনেই শেষ পর্যন্ত স্থগিত করা হয় ম্যাচ। কী কারণে সৌদি কর্তৃপক্ষ অনুমতি দেয়নি, তা পরিষ্কার নয় এখনও।
কামাল আতার্তুককে বলা হয় আধুনিক তুরস্কের জনক। এবারের সুপার কাপের ফাইনালের দিনটি ছিল সেকুলার তুর্কি রিপাবলিক প্রতিষ্ঠার শততম বার্ষিকী।