মুনাফায় দেশি ব্যাংক কেন পিছিয়ে

প্রথম আলো প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১

বছর শেষে মুনাফার দিক থেকে দেশি বেসরকারি ও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংগুলো বিদেশি ব্যাংকের চেয়ে ক্রমেই পিছিয়ে পড়ছে। এ দেশে গত ১০ বছরে বিদেশি ব্যাংকগুলোর মুনাফা দ্বিগুণের বেশি বেড়েছে। এর বিপরীতে দেশি মালিকানাধীন বেসরকারি ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে দেড় গুণ, আর রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মুনাফা রীতিমতো ধস নেমেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের শেষে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর কর–পরবর্তী সম্মিলিত মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ২৫৮ কোটি টাকা, যা ১০ বছর পরে ২০২২ সালের শেষে কমে হয়েছে ৪৯৫ কোটি টাকায়। ২০১৩ সালে দেশি মালিকানাধীন বেসরকারি ব্যাংকগুলো কর–পরবর্তী মোট মুনাফা করেছিল ৩ হাজার ৯৬৩ কোটি টাকা। গত বছর শেষে তা প্রায় দেড় গুণ বেড়ে ৬ হাজার ১৩৮ কোটি টাকায় ওঠে। অন্যদিকে গত ১০ বছরে বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মুনাফা বেশ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ২০১৩ সালের শেষে বিদেশি ব্যাংকগুলোর কর–পরবর্তী সম্মিলিত মুনাফা ছিল ১ হাজার ৪৬৫ কোটি টাকা, যা ২০২২ সালে এসে দ্বিগুণের বেশি বেড়ে ৩ হাজার ১৫৭ কোটি টাকায় উন্নীত হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us