প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ধনিক পরিবারের তালিকায় প্রথম স্থান নিয়ে চমকে দিয়েছে আরব আমিরাতের আল-নাহিয়ান পরিবার। এ ক্ষেত্রে তাঁরা পেছনে ফেলেছে ওয়ালমার্টের মালিকানাধীন পরিবার ওয়ালটনকে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের ‘বিশ্বের শীর্ষ ধনিক পরিবার-২০২৩’ প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
আল নাহিয়ান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৩০৫ বিলিয়ন মার্কিন ডলার। আর দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ালটন পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫৯ বিলিয়ন। যেখানে সম্পদের ফারাক প্রায় ৪৫ বিলিয়ন ডলার। তালিকায় আরেক নতুন মুখ পঞ্চম স্থানে থাকা কাতারের আল থানি রাজপরিবার।