বাঙালি পাঠক-দর্শকের কাছে কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’র উপস্থিতি ছয় দশক। দীর্ঘযাত্রায় ফেলুদার গল্প এসেছে বড় পর্দায়, টেলিভিশনের সিরিজ এবং ওটিটিতে। তবে সবই বাংলা ভাষায়। এবার ফেলুদার গল্প যাচ্ছে বলিউডে।
সংবাদ প্রতিদিন বলছে, নির্মাতা দিবাকর বন্দোপাধ্যায় বলিউডের পর্দায় সত্যজিৎ রায়ের ফেলুদাকে আনতে চাইছেন। এক পডকাস্টে হাজির হয়ে তিনি নিজেই সে কথা বলেছেন।
এর আগে ব্যোমকেশ বক্সীর গল্প নিয়ে সিনেমা বানিয়েছিলেন দিবাকর। যেখানে সত্যান্বেষী হয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।