হাইহিলে আপনাকে যতই আকর্ষণীয় দেখাক না কেন, জানেন কি, সব সময় হাইহিল পরা আপনার পায়ের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
সব নারীর হাড় এক রকম নয়। অনেকেই মডেল, অভিনয়শিল্পীদের দেখে তাঁদের অনুকরণের চেষ্টা করেন। কিন্তু এই চর্চা সব সময়ের জন্য উপযুক্ত নয়। কোথাও বেড়াতে গেলে অল্প সময়ের জন্য হাইহিল পরা যেতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য, বিশেষত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজ করতে হয়, এমন পরিস্থিতিতে হাইহিল পরা একেবারেই ঠিক নয়। পরিবর্তে ব্যালেন্স হিল পরা উচিত। ব্যালেন্স হিল মানে যেসব জুতার সামনের ও পেছনের হিল প্রায় সমান। এতে পায়ের সামনের আঙুলে ওপর চাপ পড়বে না।