পাকিস্তানের বিপক্ষে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

যুগান্তর প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৮

অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় ২৮ বছর টেস্ট জেতা হয়নি পাকিস্তানের। মেলবোর্নে শুরুটা খারাপ হয়নি তাদের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে রেখেছিল নাগালের মাঝেই। নিজেদের ব্যাটিং ইউনিট শুরুটাও করেছিল দারুণ। কিন্তু মাঝের ব্যাটিং ধসে বক্সিং ডে টেস্ট থেকে অনেকটাই ছিটকে গেছে তারা। 


মেলবোর্নের দ্বিতীয় দিনটা ছিল শুধুই বোলারদের। একদিনেই পতন ঘটে ১৩ উইকেটের। অস্ট্রেলিয়া হারায় নিজেদের শেষ ৭ উইকেট। পাকিস্তান হারায় ছয়টি। তবে এর মাঝে সফরকারীদের আক্ষেপই বেশি। ৩১৮ রানের জবাবে খেলতে নেমে লিড নেওয়ার সুযোগটাই যে হাতছাড়া করেছে তারা। 


তৃতীয় দিন পাকিস্তান অলআউট হয়েছে ২৬৪ রানে। অস্ট্রেলিয়া পেয়েছে ৫৪ রানের ছোট এক লিড। তবে লাঞ্চ ব্রেকের আগে জোড়া আঘাতে অজিদেরও স্বস্তি দিলেন না পাকিস্তানের শাহিন আফ্রিদি। ফিরিয়েছেন দুই ইনফর্ম ব্যাটার উসমান খাজা আর মার্নাস ল্যাবুশেনকে। এর পর আউট হয়েছেন ডেভিট ওয়ারনার, টাব্রিজি হেড ও মিচেল মার্শ। ২২৭ রানের লিডেই অস্ট্রেলিয়া হারিয়েছে ৫ উইকেট। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us